ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১ বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ একজন আটক

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮।

আটক মনির হোসেন (৩৬) আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার আ. জব্বার হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার (২ ডিসেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় মনিরকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, একটি ছোড়া এবং একটি ত্রিফলা চাইনিজ কুড়াল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেছেন র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আব্দুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।