ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

ফেনী: দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবক ইলিয়াছ ভূইয়া সায়েল (৩৯) মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার সময় স্থানীয় কুইন্সটাউনের প্রিয়ন্তী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহতের ভাতিজা তোফায়েল আহমেদ নিলয় বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ইলিয়াছ ভূইয়া সায়েল ফেনী পৌর শহরের ষ্টেডিয়াম রোড় এলাকার ছালেহ আহম্মেদের সন্তান। ২০০৫ সালে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। তিনি সেখানের কুইন্সটাউনের স্টান ক্যাফেতে ব্যবসা করতেন। দক্ষিণ আফ্রিকা কুইন্স টাউনের বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন স্টান ক্যাফেতে প্রভিন্স কমিনিউটির যুগ্ম আহবায়ক ছিলেন।

ইলিয়াছ ভূইয়ার স্বজনরা জানায়, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তার জন্মদিন ছিল। এ দিনটাতেই প্রবাসে তিনি মৃত্যুবরণ করলেন। মৃতদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসএইচডি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।