ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বন্দুকসহ ৪ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ফেনীতে বন্দুকসহ ৪ ছিনতাইকারী আটক অস্ত্রসহ আটকরা।

ফেনী: ফেনীতে বন্দুকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।  বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে ফেনী সদর উপজেলা রোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ৪ জন হলেন-মিলন (২০), শুক্কুর (১৯), জুয়েল শেখ (২২) ও সবুজ (১৮)।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পরিচালক মো. জুনায়েদ জাহেদী বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক ৪ জনকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুইটি চাকু উদ্ধার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জেলার সদর থানাধীন সদর উপজেলা গেটের দক্ষিণ পাশে নিউবিনা মেডিসিন সোপের সামনে পাকা রাস্তার ওপর নিরীহ পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনতাই করে আসছে।

তিনি আরও বলেন, আটক ৪ জনকে ও উদ্ধার করা মালামাল সংক্রান্তে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।