ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় মনিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।  বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুরে এ দু্র্ঘটনা ঘটে।

নিহত মনিরুল রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার পবা নতুন পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে।

গোদাগাড়ী প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক বসন্তপুর এলাকায় পৌঁছালে রাজশাহীমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি তবে, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহও উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।