ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে কবিরাজের গলা কাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
শিবপুরে কবিরাজের গলা কাটা মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় সিদ্দিক ভূঁইয়া (৫৫) নামে এক গ্রাম্য কবিরাজের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ঘাসিরদিয়া এলাকার মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে সিদ্দিক বাড়ি ফেরেননি। সকালে বাড়ির কাছের একটি নির্জন জায়গায় তার গলা ও পায়ের রগ কাটা মরদেহ দেখে পুলিশ ও তার বাড়িতে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে স্থানীয় লোকজন জানান, ঘাসিরদিয়া এলাকার মধ্যপাড়া গ্রামে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে নিয়ে সিদ্দিক ভূঁইয়া বসবাস করতেন। তিনদিন আগে আরেকটি বিয়ে করে ওই বউ ঘরে তোলেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।  

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।