ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাত মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
বান্দরবানে সাত মামলার আসামি গ্রেফতার ঞোমংপ্রু মারমা

বান্দরবান: বান্দরবান সদর থানা পুলিশের অভিযানে সাত মামলার আসামি ঞোমংপ্রু মারমাকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতার ঞোমংপ্রু বান্দরবান শহরের নয় নম্বর ওয়ার্ডের মধ্যম পাড়ার অংসাচিং মার্মার ছেলে।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পলাতক আসামি ঞোমংপ্রুকে গ্রেফতার করেছে। ছয়টি মামলায় জামিনে থাকলে ও একটি মামলায় তিনি পলাতক রয়েছেন। বর্তমানে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
কেএআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।