ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মাস্ক না পরার ১২ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
কিশোরগঞ্জে মাস্ক না পরার ১২ জনকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাস্ক না পরে অবাধে চলাফেরা করায় ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষ চলাফেরা করছে কিনা দেখার জন্য ভ্রাম্যমাণ আদালত কিশোরগঞ্জ বাজার ও পার্শ্ববতী এলাকা পরিদর্শন করেন।

এসময় বানিয়াপাড়া মোড়ে মাস্ক না পরায় ১২ জনকে এক হাজার ৭০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পরে ঘোরাফেরা করায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এ জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।