ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
বড়াইগ্রামে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাস্ক না পড়ায় দোকানি ও পথচারীসহ ২৪ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া বাজারসহ অন্যান্য বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাহাঙ্গীর আলম এই জরিমানা করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। এ সময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক না পরা সকল পথচারী ও দোকানির মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৫৫ জনের, পাজেটিভ রোগী ১৬৩ জন, নেগেটিভ রোগী এক হাজার ৮৯২ জন, আইসোলেশনের আছেন নয় জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।