ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ  বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।  

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ করেন চারাবাগে অবস্থিত এলাইনস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা৷ 

শ্রমিকরা জানান, কারখানা থেকে পাঁচ মাসের বেতন না দিয়ে ৪২৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।

এছাড়া কোনো আইনানুগ পাওনাও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। পাওনাদি চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ও সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে।  

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেআইনিভাবে চাকরিচ্যুত এলাইন অ্যাপারেলস লিমিটেডের ৪২৫ জন শ্রমিকের পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ ক্ষতিপূরণ দিতে মালিক, সরকার ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) সবার প্রতি জোর দাবি জনাই।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।