ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
ভোলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত ফাইল ফটো

ভোলা: ভোলায় ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরন ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মিরন নিহত হন। এ সময় আহত হন তার সঙ্গে থাকা অপর দু’জন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।