ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
মাদারীপুরে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

মাদারীপুর: মাদারীপুরে আগুন লেগে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আশ্রয়ণ প্রকল্পের রিজিয়া বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, আগুনে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ নিহত বা আহত হননি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।