ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার’ 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার’  ৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম (মাঝে), ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার।

’ 

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরইএ) দুইদিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যে কোনো মূল্যে প্রতিহত করবে। বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের আদর্শের-চেতনার প্রতীক। তার ভাস্কর্য থেকে আমরা উৎসাহ ও অনুপ্রাণিত হই। বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পূর্ণ আলাদা বিষয়। তাই এ বিষয়ে কেউ জল ঘোলা করতে পারবে না। ’ 

বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না বলেও জানান তিনি।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক হাসান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক আব্দুল জব্বার, বিএলআরআই’র মহা-পরিচালক নাথু রাম সরকারসহ আরও অনেকে।
দুইদিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ১৮০ জন বিজ্ঞানী অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।