ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
শিবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ প্রতীকী

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার জামতলা এলাকায় পিকআপভ্যান-শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে একজন নিহত হয়েছে।  

শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুরে ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ একই উপজেলার পোড়ানদিয়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নসিমন চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা ও নসিমন ইটাখলা থেকে শিবপুরের দিকে যাচ্ছিল। আর পিকআপভ্যানটি শিবপুর থেকে ইটাখলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার জামতলা এলাকায় যাত্রী নামানোর জন্য থামলে পেছন থেকে নসিমনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সঙ্গে অপর একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নসিমন চালক ইউসুফ পড়ে গেলে পিকআপভ্যান চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

শিবপুর থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ইটাখলা হাইওয়ে ফাঁড়িতে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা স্থল থেকে অটোরিকশা, নসিমন ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।