ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৫০টি রাস্তা ও ড্রেনেজ প্রকল্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
ঝালকাঠিতে ৫০টি রাস্তা ও ড্রেনেজ প্রকল্পের উদ্বোধন

ঝালকাঠি: ঝালকাঠি পৌর এলাকায় ৫০টি রাস্তা ও ড্রেনেজ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমীর হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে ঝালকাঠি পৌর এলাকায় ব্যাপক উন্নয়মূলক কাজ হয়েছে। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এসময় তিনি প্রকল্পের কাজের গুনগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।