ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
গোবিন্দগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিটন মিয়া (২৭) নামে এক চা-দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের হিরকপাড়ার প্রফেসর স্কুলের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িযা গ্রামের আশরাফ আলীর ছেলে। লিটন গোবিন্দগঞ্জ শহরে একটি চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন।

খবর পেয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে স্থানীয় একটি কলা বাগানে লিটনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেফতারে চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।