ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে দলিল লেখকের বাড়িতে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
অভয়নগরে দলিল লেখকের বাড়িতে গুলি

যশোর: যশোরের অভয়নগরে চাঁদা না পেয়ে বিপ্লব কুমার দে (৪০) নামে এক দলিল লেখকের বাড়িতে দুই রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি। বিপ্লব কুমার রানাগাতী গ্রামের মৃত গোবিন্দ লাল দে’র ছেলে।

দলিল লেখক বিপ্লব কুমার দে মোবাইলে জানান, তিনদিন আগে মোবাইল ফোনে তার কাছে নিষিদ্ধ চরমপন্থি দলের পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই টাকা দিতে রাজি না হওয়ায় তার বাড়ির একটি দরজায় দুই রাউন্ড ছুড়েছে সন্ত্রাসীরা। গুলিতে দরজা ভেঙে যায়।  

খবর পেয়ে স্থানীয় রানাগাতী ক্যাম্প পুলিশ গুলির নমুনা সংগ্রহ করে। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় অভয়নগর থানায় মৌখিকভাবে ঘটনা জানানো হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান বিপ্লব কুমার দে।  

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, গুলি ছোড়ার ঘটনা শুনেছি। কিন্তু কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।