ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিএমডিসিকে তিন পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বিএমডিসিকে তিন পরামর্শ

ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ট্রাইব্যুনাল সক্রিয় করা, বিএমডিসিকে তাদের আইন জোরদার করতে হবে ও চিকিৎসা সংক্রান্ত অসদাচরণ রোধে তাদের তদারকি বাড়াতে হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ‘চিকিৎসায় অবহেলা আইন- চিকিৎসক হয়রানি এবং জনসাধারণের ধারণা: প্রেক্ষাপট বাংলাদশ’ বিষয়ক এক ওয়েবিনারে বিএমডিসিকে এই তিন পরামর্শ দিলেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো এহতেশামুল হক চৌধুরী বলেন, সরকার এবং গণমাধ্যম যদি সৎ না হয় তাহলে জাতির ধ্বংস অবশ্যম্ভাবী। দেশে যখন আমলাতান্ত্রিকতার দৌরাত্ম্য বৃদ্ধির ফলে দেশে সুষ্ঠু চিকিৎসা পাওয়া সম্ভব নয়। যার ফলে দেশের রোগীরা ছোট-খাটো সমস্যা নিয়েও বিদেশ যেতে বাধ্য হয়।  

বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেন, স্বাধীনতার পরে দেশের চিকিৎসা ব্যবস্থার উল্লেখ করার মতো কোনো উনতি হয়নি। বর্তমান চিকিৎসা খাতটি ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য হিসেবে পরিণত হয়েছে।  

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি (বিএমডিসি) অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আইও বা বিচারকদের চিকিৎসায় অবহেলা আইন বিষয় যথেষ্ট ভালো জ্ঞান না থাকলে সুষ্ঠু বিচার পাওয়া যায় না। সুতরাং এ আইনের সঙ্গে সংশ্লিষ্টদের জ্ঞান থাকতে হবে।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেট-এর উদ্যাগে এ ওয়েবিনারে আংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা (ক্যাব) ড. এম শামসুল আলম, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি এন্ড রেসপন্সিবিলিটিসের চেয়ারম্যান এম আবুল হাসনাত মিল্টন প্রমুখ।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেট কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. ফিরাজ আহমদ খান।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
পিএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।