ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারী সদরের কচুকাটা বাজারে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কচুকাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জিল্লুর জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজিরহাট গ্রামের আমিনুর রহমানের ছেলে।  

কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ চৌধুরী বাংলানিউজকে জানান, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে শ্বশুর মোকলেছার রহমানের বাড়ি থেকে স্ত্রী, ছেলেসহ ভ্যানে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন জিল্লুর। এ সময় কচুকাটা বাজারের কাছে নীলফামারীগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় পাকা রাস্তায় ছিটকে পড়ে জিল্লুরের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে টেংগনমারী বাজারে প্রাথমিক চিকিৎসার পর রংপুরে নেওয়ার পথেই মারা যান তিনি।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।   

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।