ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে কাপড়ে মোড়ানো মৃত নবজাতক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
ঢাবিতে কাপড়ে মোড়ানো মৃত নবজাতক উদ্ধার ঢাবি থেকে কাপড়ে মোড়নো মৃত নবজাতক উদ্ধার। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) আমিনুল ইসলাম জানান, পুলিশ সংবাদ পায় ঢাবির জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি মৃত নবজাতক পড়ে আছে।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আমাদের এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকারের সঙ্গে যোগাযোগ করা করা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাবির ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনও  জানা যায়নি। নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃত নবজাতকটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এজেডএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।