ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১০ জুয়াড়ি আটক 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
আশুলিয়ায় ১০ জুয়াড়ি আটক  আশুলিয়ায় ১০ জুয়াড়ি আটক । ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৪।

শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার তলপ্রট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- বগুড়ার আব্দুর রাজ্জাক (৫০) ও বেল্লাল হোসেন (৪৩), নওগাঁর মাসুদ রানা (৩৬) ও রাজু মন্ডল (২৫), টাঙ্গাইলের বাদশা মিয়া (৫৫), মাদারীপুরের নুরুল ইসলাম খলিফা (৪৮), নাটোর জেলার কামরুল সরদার (৪০) এবং রাজশাহীর মঞ্জুরুল ইসলাম (৪৪), ইসরাইল হোসেন (৪২) ও রবিউল ইসলাম (৩৮)।  

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আশুলিয়ার তলপ্রট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার কার্ড, খাতা ও ৩৩ হাজার ১১৫ টাকা জব্দ করা হয়।  

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার বাংলানিউজকে বলেন, আসামিরা জুয়া খেলার বিষয়টির শিকার করেছে। তারা নিয়মিত জুয়া খেলে আসচ্ছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।