ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
যশোরে ৬০টি স্বর্ণের বার উদ্ধার ৬০টি স্বর্ণের বার উদ্ধার

যশোর: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে চৌগাছা উপজেলার শাহজাদপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যশোর-৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল নুর আলমের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার শাহজাদপুর থানায় জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।