ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী মহানগর পুলিশের ওসি পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
রাজশাহী মহানগর পুলিশের ওসি পদে রদবদল

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পদে রদবদল করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত আদেশে এ রদবদল করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এটি রুটিন কার্যক্রম বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

আদেশে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খানকে আরএমপি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (সিটিএসবি) ও দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলামকে রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দামকুড়া থানার ওসি-তদন্ত পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ শাহকে বোয়ালিয়া মডেল থানার ওসি-তদন্ত এবং বোয়ালিয়া থানার ওসি তদন্ত মাহবুব হোসেনকে দামকুড়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টদের আদেশ পাওয়ার পর নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।