ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুর: সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামের রাজা মিয়ার ছেলে। নানা পিরোজপুর গ্রামের ইউসুফ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতেন সোহেল রানা।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ব্যাডমিন্টন খেলে পিরোজপুর নানা বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আহতবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। রাজশাহীতে ময়নাতদন্ত শেষে সোহেল রানার মরদেহ নিয়ে তার স্বজনরা মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।