ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় দেশীয় অস্ত্র-বোমাসহ চার ডাকাত আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বামনায় দেশীয় অস্ত্র-বোমাসহ চার ডাকাত আটক আটকরা।

বরগুনা: বরগুনার বামনা উপজেলার সোনখালী গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করা হয়েছে।  

শনিবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে স্থানীয় জনতা টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

 

আটকরা হলেন- ঢুষখালী গ্রামের নাদের মোল্লার ছেলে ছগীর মোল্লা (৪৫), সাহেব আলীর ছেলে রুমান (২৩), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার রায়পুর গ্রামের মনসুরের ছেলে মো. মনির (২৫), পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার মানিকের ছেলে মো. আল আমিন (২৪)।

এরা বেশ কিছু দিন ধরে বামনা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করে আসছে। এর আগে ছগীর ও রুমান বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, জনতার সহায়তায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।