ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: মাদরাসার ২ শিক্ষার্থী আটক (ভিডিও)

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: মাদরাসার ২ শিক্ষার্থী আটক (ভিডিও) আটকরা
কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে বলে পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে।
তবে আটকদের ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিষয়টি পরে জানানো হবে। এ ঘটনায় রোববার (০৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০ আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।