ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার সাবেক মেয়র মনি অসুস্থ, ঢাকায় স্থানান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
খুলনার সাবেক মেয়র মনি অসুস্থ, ঢাকায় স্থানান্তর

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি প্যাংক্রাইস রোগে আক্রান্ত।

শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় এম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চত করেছেন।

এর আগে, শনিবার (৫ ডিসেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে তাৎক্ষনিকভাবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মনিরুজ্জামান ২০১৫ সালের জানুয়ারী মাসে প্যাংক্রাইস রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ডা. আরেফিনের অধীনে চিকিৎসা নেন। একই রোগে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে ঢাকা স্পেসালাইজড হাসপাতাল কল্যাণপুরে পাঠানো হয়েছে।

অসুস্থ মনিরুজ্জানের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআরএম/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।