ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন

মাগুরা: মাগুরা সদর উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে মাগুরা এজি একাডেমি স্কুল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস ও মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।  

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রলালয়ের তত্বাবধান ও পৃষ্টপোষকতায় সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। করোনা ভাইরাসের কারণে এবার শুধু ১ দিনব্যাপী এ মেলা চলবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক পর্যায়ে ১২টি, কলেজ পর্যায়ে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশেষ পর্যায়ে একটি স্টল অংশ নিয়েছে। দিনব্যাপী এ স্টলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা ধরনের প্রকল্প উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।