ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে চিনিকল রক্ষায় বিক্ষোভ অব্যাহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
পঞ্চগড়ে চিনিকল রক্ষায় বিক্ষোভ অব্যাহত  পঞ্চগড়ে চিনিকল রক্ষায় বিক্ষোভ 

পঞ্চগড়: পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। টানা ছয়দিন ধরে অব্যাহত রয়েছে এই বিক্ষোভ।

 

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে চিনিকলটির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে চিনিকল চত্বরে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে করেন।

এতে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নবী হোসেনসহ শ্রমিক-কর্মচারীরা বক্তব্য রাখেন।  

পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কলটি চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্য কর্মসংস্থান না থাকায় চিনিকল বন্ধ হয়ে গেলে মানবেতর জীবন-যাপন করতে হবে আমাদের। অবিলম্বে পঞ্চগড় চিনিকলটি চালু করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।