ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজার: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত হয়েছিল। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে শ্রীমঙ্গলকে মুক্ত করেছিল বাংলা মায়ের দামাল সন্তানরা।

শ্রীমঙ্গলবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে শহীদ সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলাদেশ।

রোববার (৬ ডিসেম্বর) শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে বিকেলে ভাড়াউড়া চা বাগানের বধ্যভূমিতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, কালীঘাট ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নেছার উদ্দিন, এএসপি সার্কেল আশরাফুজ্জামান, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ।

এদিকে, বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।