ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিটিআরআই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বিটিআরআই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু সায়েক আহমেদ

মৌলভীবাজার: নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অস্থায়ীভাবে বহিষ্কৃত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।  

রোববার (৬ ডিসেম্বর) থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।  

বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বিটিআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমেদ, বিটিআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রীতা দত্ত। এ তদন্ত কমিটির আহ্বায়ক হলেন ড. তৌফিক।

জানা যায়, গত মঙ্গলবার (১ ডিসেম্বর) দশম শ্রেণির এক ছাত্রকে বাসায় ডেকে নিয়ে তার সঙ্গে সায়েক আহমেদের অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। অনৈতিক প্রস্তাবের অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে নিন্দা-সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার (২ ডিসেম্বর) বিদ্যালয়ের সামনে সাবেক-বর্তমান শিক্ষার্থী, অভিভাবকরা বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এরপরই বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি বৈঠকে তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়।  

বিটিআরআই পরিচালক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, দু’দিন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকে তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। আগামী ১৩ ডিসেম্বর এ তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত কমিটি যাচাই-বাছাইয়ের স্বার্থে চাইলে আরও কিছুদিন সময় নিতে পারবে।  

** শ্রীমঙ্গলে বিটিআরআই স্কুলের প্রধান শিক্ষককে অস্থায়ী বহিষ্কার

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।