ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় বরিশালে ৬৭ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
মাস্ক না পরায় বরিশালে ৬৭ জনকে জরিমানা

বরিশাল: বরিশালে মাস্ক না পরায় ৬৭ জনকে ৩০ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ ডি‌সেম্বর) দিনভর বরিশাল জেলাজুড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। মিডিয়া সেল সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৬৭ ব্যক্তিকে ৩০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।