ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দ্রুত সার্ভিস দেওয়াই ৯৯৯ এর প্রধান উদ্দেশ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
দ্রুত সার্ভিস দেওয়াই ৯৯৯ এর প্রধান উদ্দেশ্য দ্রুত সার্ভিস দেওয়াই ৯৯৯ এর প্রধান উদ্দেশ্য। ছবি: বাংলানিউজ

নওগাঁ: জনসাধারণের সেবা করাই পুলিশের প্রধান কাজ। ৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায় বর্তমান সরকার।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ৯৯৯ এর সেবা সহজীকরণের লক্ষ্যে নওগাঁয় পুলিশ লাইন্সে একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।

তিনি আরও বলেন, ৯৯৯ এর সেবার জন্য মানুষকে যেন হয়রানির শিকার হতে না হয়। মানুষ যেন ফোন করেই পুলিশি এই সার্ভিসটা খুব দ্রুত পেয়ে যায় এটাই এই সার্ভিসের মূল লক্ষ্য। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রাজশাহীর রেঞ্জের বিভিন্ন জেলায় এই সার্ভিটাকে নিশ্চিত করার জন্য গাড়ি ডেটিকিটেড করা হচ্ছে। শুধু মাত্র ৯৯৯ যে সকল কল আসবে এই কলগুলোকে এটেন্ড করার জন্য জেলার প্রতিটি জায়গায় পৌঁছে যাবে এসব গাড়ি। আর এই লক্ষ্যেই নওগাঁয় দুটির গাড়ী উদ্ধোধন করা হল। এছাড়াও পর্যায়ক্রমে গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

এসময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও চিশতীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।