ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বৈগ্রাম মাস্তুর মোড়ে তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত জাহিদ ইকবাল (২৭) পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের ফরমান আলীর ছেলে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পার্বতীপুর থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি বিরামপুর যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে আরোহী জাহিদ গুরুতর আহত হন। তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

পুলিশ ঘাতক ট্যাংকলরিটি আটক করেছে। লরির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মো. সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।