ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তরুণরা দেশের উজ্জ্বল ভবিষ্যত রচনা করছে: দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
তরুণরা দেশের উজ্জ্বল ভবিষ্যত রচনা করছে: দোরাইস্বামী

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের উদ্যমী তরুণরা দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত রচনা করছে।

ভারত-বাংলাদেশের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে তরুণদের সমর্থন কামনা করেন তিনি।

রোববার (৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে এ কথা বলেন ভারতের হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী বিষাদময় ও গৌরবমণ্ডিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। তিনি শিখা চিরন্তনে বাংলাদেশের মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জাদুঘরে থাকা বাংলাদেশি তরুণদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনীতে তরুণ, নারী, পুরুষ, শিশু ও সাধারণ মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যাদের সংগ্রামে জন্ম হয়েছিল একটি নতুন দেশ বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩.৩০ ঘন্টা, ডিসেম্বর ৬ , ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।