ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টিউবওয়েলের পানি পান করে ১৫ জন অচেতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
টিউবওয়েলের পানি পান করে ১৫ জন অচেতন

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৩ জন অচেতন হয়ে পড়েন। তাদের দেখতে গিয়ে ওই টিউবওয়েলের পানি দিয়ে তৈরি চা খেয়ে আরও ১২ জন অচেতন হয়ে পড়েছেন।

এ ঘটনার নেপথ্যে জেলার অজ্ঞান পার্টির হাত রয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। গত কয়েক বছর ধরে পর পর এমন ঘটনা ঘটায় আতঙ্কিত উপজেলার সাধারণ মানুষ।

রোববার (৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোলাব্দিগছ গ্রামের আমির উদ্দীনের ছেলে জাহেদ সকালে বাড়ির টিউবওয়েলের পানি পান করেন। পরে ধীরে ধীরে দুপুরে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন। বাড়ির লোকেরা তাকে দুর্বল হয়ে পড়েছে ভেবে তাকে ঘুমাতে দেন। বিকেল হয়ে গেলেও জাহেদ ঘুম থেকে না ওঠায় স্থানীয় ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন তাকে নেশাদ্রব্য জাতীয় কিছু খাওয়ানো হয়েছে।

অন্যদিকে জাহেদের স্ত্রী ও বড় ভাই আব্দুল হামিদ সেই টিউবওয়েলের পানি পান করায় তারাও বিকেলে অসুস্থ হয়ে পড়েন। খবরটি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীসহ তার আত্বীয়রা তাদের দেখতে আসেন।

টিউবওয়েলের পানিতে চেতনাশক ওষুধ মেশানোর বিষয়টি বুঝে ওঠার আগেই সেই পানি দিয়ে তৈরি চা খেয়ে নিজ নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাকিরা।

গোলাব্দিগছ গ্রামের ইউপি সদস্য হামিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে চেয়ারম্যানসহ আমরা জাহেদের বাড়ি গিয়ে খবর নিয়েছি। থানায় বিষয়টি জানানো হয়েছে। তাদের পানিতে চেতনানাশক মেশানোর ফলেই অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে এখনো বলা যাচ্ছে না। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।