ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ভোলা: ভোলায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে ভোলা-ইলিশাফেরিঘাট সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর ও ঘাতক বাসটি অগ্নিসংযোগ করে।

নিহতের মধ্যে প্রাথমিকভাবে একজনের নাম-পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় পাওয়ায় যায়নি।

নিহত নজরুল ইসলাম একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। এছাড়া আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্কুল শিক্ষক নজরুল মারা যান। স্থানীয়রা আহত ৪ সিএনজি যাত্রীকে উদ্ধার করে ভোলা হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা তিনটি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুজন মাঝি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।