ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০৭ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর-প্রাগপুর আঞ্চলিক সড়কের কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন হোসেন দৌলতপুর উপজেলার বৈরাগীচরের রহিমপুর এলাকার হামিদুল সরদারের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে সুজন আল্লারদর্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বালি বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে ঘাটক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।