ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় ট্রাকচাপায় দিনাথান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরেরবাজার-ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিনাথান গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মাজুখান এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, পূবাইল এলাকায় মিরেরবাজার-ভোগড়া বাইপাস সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দিনাথান নামে ওই বৃদ্ধ। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।