ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
সাভারে প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক  সাভারে প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক 

সাভার (ঢাকা): সাভারে সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) সকালে সাভার সেনানিবাসে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের (আরভিঅ্যান্ডএফসি) ডিপোতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেনকে আরভিঅ্যান্ডএফসির প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে আরভিঅ্যান্ডএফসির জ্যেষ্ঠ অধিনায়ক ও সুবেদার মেজর প্রথম কর্নেল কমান্ড্যান্টকে আরভিঅ্যান্ডএফসি কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৯ম পদাতিক ডিভিশনের সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ কোরের অধীনস্থ সকল ইউনিটের অধিনায়ক ও সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।