ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চিকেন গ্রিলে কাপড়ের রং, ২ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
চিকেন গ্রিলে কাপড়ের রং, ২ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরের স্বনামধন্য দুই রেস্টুরেন্টকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের জল্লারপাড় এলাকায় পাঁচ ভাই রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

 

র‌্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, খাবারের ভেজাল, চিকেন গ্রিলে কাপড়ের লাল রং মেশানোর দায়ে সিলেটের স্বনামধন্য পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা ও পানসী রেস্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।