ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান জাদুঘরে বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশবান্ধব সভা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
বিজ্ঞান জাদুঘরে বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশবান্ধব সভা

ঢাকা: বিদ্যুৎ সাশ্রয় করে খোলা আকাশের নীচে গাছপালা ঘেরা প্রাকৃতিক আবহে দাপ্তরিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। একই সঙ্গে সাত মাস ধরে বিজ্ঞান সভা, বক্তৃতা এবং প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত স্থানে পরিবেশবান্ধব আবহে।

এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে “পরিবেশবান্ধব সবুজ সভা”।  

সোমবার (০৭ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের ফোয়ারা প্রাঙ্গণে দুই ঘণ্টার এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি অপচয় বন্ধ করে সবাইকে ঘাম ঝরিয়ে কাজ করতে হবে। অফিস কক্ষের ভেতরে গুটিসুটি মেরে বসে কাজ করে সফলতা আসবে না। মাঠে নেমে প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তি দিয়ে জাদুঘর সাজাতে হবে।

সভায় ২০২১ সালের জুন মাসের মধ্যে কমপক্ষে ২০ লাখ দর্শককে ভার্চ্যুয়াল ব্যবস্থাপনার আওতায় আনার সিদ্ধান্ত দেওয়া হয়। এছাড়া এসময় বিজ্ঞান জাদুঘরের ৪১টি প্রশাসনিক এবং উন্নয়ন কাজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।  

চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ছয় লক্ষাধিক দর্শক ভার্চ্যুয়ালি বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসএমএকে/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।