ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিসিকের ওয়াকওয়ের সীমানাপ্রাচীরে থাকবে ইতিহাস-ঐতিহ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
সিসিকের ওয়াকওয়ের সীমানাপ্রাচীরে থাকবে ইতিহাস-ঐতিহ্য

সিলেট: নগরীতে জনসংখ্যার চাপ বেড়েই চলেছে। সে অনুযায়ী বাড়ছে না রাস্তা-ঘাট, ফুটপাত।

তাই হাঁটার নতুন পথ তৈরি করতে ময়লা-আবর্জনাবাহী ছড়াগুলো সংরক্ষণ ও ছড়ার পাড়ে বসার স্থানসহ ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
 
সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরের উপশহরের হলদি ছড়া সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ পরিদর্শন শেষে সিসিক মেয়র বলেন, ছড়া উদ্ধার, সংরক্ষন ও সৌন্দর্য্যবর্ধনের চলমান এসব প্রকল্পের কাজ শেষ হলে নগর আবারও প্রকৃতির কাছে ফিরে যাবে। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ঠদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।
 
সিসিক মেয়র বলেন, এরই মধ্যে নগরের চা বাগান সংলগ্ন গোয়াবাড়ী-করেরপাড়া এলাকায় কালিবাড়ী ছড়া সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের ফলে আবর্জনায় দুর্গন্ধ ছড়ানো সেই ছড়াটি এখন নগরবাসীর বিনোদনের অন্যতম স্থানে রূপান্তরিত হয়েছে।
 
একই প্রকল্পের আওতায় নগরীর শাহী ঈদগাহ টিবি গেটে সবুজায়ন ও ইতিহাস-ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে গোয়ালীছড়ায় ওয়াকওয়ে ও পার্ক নির্মাণের কাজ চলমান। যেখানে সুপ্রশস্ত ওয়াকওয়ের সীমানাপ্রাচীরে সিলেট ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সন্নিবেশিত করা হবে বলেও জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
 
সিলেট সিটি করপোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান প্রধান ১১টি ছড়া সংরক্ষণ এবং আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৫ কিলোমিটার ছড়া সংরক্ষণ ও ৩ কিলোমিটারের বেশি ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।