ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়

ঢাকা: প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ থেকে নবনির্বাচিত তানভীর শাকিল জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৷ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনের উপ নির্বাচনে তার ছেলে জয়কে মনোনয়ন দেওয়া হয় ৷

সোমবার (০৭ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে শপথ বাক্য পাঠ করান ৷ 

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।  

গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা যান ৷ গত ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
                                                                             
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসকে/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।