ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
তেঁতুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে রাবেয়া (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ভুটুজোত পাঠানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত রাবেয়া একই গ্রামের রাজমিস্ত্রি নুর ইসলামের স্ত্রী।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মহসিনুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, তার স্বামী বাড়ির বাইরে থাকায় বাড়িতে রাবেয়া তার শাশুড়িসহ ছিল। একপর্যাযে তার শাশুড়িও বাড়ির বাইরে যায়। বেশকিছুক্ষণ পরে বাড়িতে এসে রাবেয়াকে দেখতে না পেয়ে তার শাশুড়ি তার ঘরে গেলে তাকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা খবর পেয়ে বিষয়টি ইউনিয়ন পরিষদে জানায়। আমরা রাবেয়ার গলায় একটা দাগ দেখতে পেয়েছি।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।