ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টমটম চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টমটম চালক নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় আব্দুর শুক্কুর (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আব্দুর শুক্কুর পেশায় টমটম (ইজিবাইক) চালক।

সোমবার (০৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ পালাকাটা নামক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই টমটম চালকের মৃত্যু হয়।

নিহত টমটম চালক আব্দুরর শুক্কুর উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

টমটম চালককে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে টমটম চালককে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।