ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১০ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
১০ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ফেরি

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করেছে। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা চারটি ফেরিও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

সূত্র আরও জানায়, ঘন কুয়াশার কারণে সোমবারের মতো মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করতে পারেনি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট বন্ধ ছিল। নৌপথে কুয়াশার পরিমাণ কমতে থাকলে লঞ্চ চলাচল শুরু করে।

এদিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহন, বাস ও ছোট গাড়ি মিলিয়ে কমপক্ষে তিন শতাধিক যানবাহন আটকে আছে।

বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।