ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরমুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
চাঁদপুরমুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

চাঁদপুর: ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল চাঁদপুর। সেই থেকে এ দিনটিকে চাঁদপুর মুক্ত দিবস হিসেবে পালিত হচ্ছে।

 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ৯টায় শহরের অঙ্গীকার পাদদেশে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে চাঁদপুরসহ সারাদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ ও চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয়মেলার নেতৃবৃন্দ।

এরপরে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রসহ অন্যান্য সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, মুক্তিযুদ্ধের বিজয়মেলা কমিটির চেয়ারম্যান অ্যাভোকেট বদিউজ্জামান কিরণ, মহাসচিব হারুন আল রশিদ, কবি ও সাহিত্যিক ডা. পিযুষ কান্তি বড়ুয়াসহ অনেকে।

আলোচনা সভার আগে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীকার পাদদেশে এসে শেষ হয়।

এছাড়া চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।