ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান সাগর (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান বিরামপুর ফকিরার মোড় এলাকার মুদি দোকানি শেখ হানিফের ছেলে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রী।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ তাসমীম আলম বাংলানিউজকে বলেন, সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।