ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা ফুলবাড়িয়া সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ডিএসসিসি। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, তানজিলা কবির ত্রপা এবং এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ওই মার্কেটের ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনা করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।

ডিএসসিসি সূত্রে জানা যায়, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ প্রায় ৯১১টি অবৈধ দোকান রয়েছে।

সরেজমিন দেখা যায়, অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।  এসময় তারা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। একইসঙ্গে অভিযান বন্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।