ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
সুবর্ণচরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পারভেজ হোসেন (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌরাস্তা কিল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারভেজ হোসেন মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাবআলী গ্রামের ছিদ্দিক মাস্টার বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।